পাঁচবিবিতে ট্রাক্টরচাপায় বৃদ্ধা নিহত

  05-01-2025 10:11PM

পিএনএস ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবিতে ২ মাটিবাহী মেসি ট্রাক্টরচাপায় সরলা রাণী রায় (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁশপুর গ্রামে জিয়ার ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সরলা রাণী উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গুচ্ছ গ্রামের মৃত বিনয় চন্দ্রের স্ত্রী। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতে লাশ উদ্ধার করে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, ‘সরলা রাণী খড়কুটোর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইটভাটার ইট-মাটি বহনকারী দুটি মেসি ট্রাক্টর প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় সংর্ঘষ হয়। এতে ওই নারী সড়ক পার হতে গিয়ে মাটিবাহী দুই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন