পিএনএস ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় আজমান আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
নিহত আজমান আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের বাসিন্দা সুরুব আলীর ছেলে। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম শাওন। তিনি একই গ্রামের আমির আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবাহী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায় মোটরসাইকেল। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমান আলীর। আর মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে আহতদের সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’
পিএনএস/রাশেদুল আলম
ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, নিহত ১, আহত ১
03-01-2025 10:09PM