পিএনএস ডেস্ক: বড়লেখার সাবেক বিএনপির নেতা কাতার প্রবাসী মাওলানা লোকমান আহমদ ইসলামী খেলাফত মজলিসে যোগদান করায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা খেলাফত মজলিস তাকে সংবর্ধনা দিয়েছে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২৭ ডিসেম্বর দলটির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের হাতে ফরম পূরণ করে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন।
উপজেলা ইসলামী খেলাফত মজলিসের সভাপতি মাওলনা কাজী এনামুল হকের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র ইসলামী খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কাশেম।
এ সময় বক্তব্য দেন সংবর্ধিত মাওলানা লোকমান আহমদ, দুবাই প্রবাসী ইসলামী খেলাফত মজলিস নেতা শামীম আহমদ, কাতার প্রবাসী মজলিস নেতা মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র মজলিস সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ইসলামী খেলাফত মজলিসের সহসভাপতি অধ্যক্ষ কাওছার আহমদ, মাওলানা সালেহ আহমদ।
পিএনএস/রাশেদুল আলম
খেলাফত মজলিসে যোগদান করলেন সাবেক বিএনপি নেতা
03-01-2025 11:59PM