সিগারেট খাওয়া বন্ধ না করায় গৃহবধূর আত্মহত্যা

  06-01-2025 03:01AM

পিএনএস ডেস্ক: বরগুনায় স্বামী সিগারেট খাওয়া বন্ধ না করায় ফারিয়া নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহবধূ ফারিয়া ময়মনসিংহ জেলার হারেছ মিয়ার মেয়ে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার আমতলী নামক এলাকার বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান এবং ফারিয়া একসঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় গত ৬ মাসে আগে তারা বিয়ে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া স্বামীর সঙ্গে বরগুনায় তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। তবে সালমান সিগারেটে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে সিগারেট খেতে নিষেধ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রায় সময়ই মনমালিন্য হত। পরে স্বামীর সঙ্গে এমন মনমালিন্যের এক পর্যায়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে থাকা কীটনাশক খায় ফারিয়া। পরে পরিবারের সদস্যরা ফারিয়াকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ফারিয়ার শাশুড়ি খালেদা বলেন, ঘটনার সময়ে আমি ঘরে ছিলাম না। ফারিয়া প্রায় সময়ই আমার ছেলেকে সিগারেট খেতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্যও হত। তবে আমার ছেলে কখনও তাকে মারধর করেনি। সিগারেট খাওয়া বন্ধ না করায় মাঝে মধ্যে স্বামীর সঙ্গে রাগ করে মরিচ চিবিয়ে খেত ফারিয়া। তবে আজ সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখা নিয়ে ছেলের সঙ্গে মনমালিন্য হলে ঘরে থাকা তরমুজ ক্ষেতে দেওয়ার কীটনাশক খায় ফারিয়া। পরে আমরা দ্রুত তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার বা কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন