কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

  10-01-2025 12:14PM

পিএনএস ডেস্ক: কুমিল্লায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই মোটরসাইকেলের আরোহী।

বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভৈষকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- লাকসাম উপজেলার গোমতী এলাকার তাবারক উল্লাহ মালু (৪২) এবং একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা মাসুদ (২৮)।

হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। একজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল এবং ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। সে কারণে এই সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন