পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা স্কুলছাত্র রোমান হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধ ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে আনন্দ মিছিলের সময়ে রূপগঞ্জের নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়াকে হত্যা করা হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।
এসএস
স্কুলছাত্র হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী তিন দিনের রিমান্ডে
09-01-2025 06:41PM