ওসি পরিচয়ে চাঁদা দাবি: ছাত্রদলের আহবায়ককে গণধোলাই

  11-01-2025 02:51AM

পিএনএস ডেস্ক: দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ( ওসি) পরিচয় দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ দিনাজপুর সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও তার এক সহযোগী গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল বৃহস্পতিবার(৯ জানুয়ারী) রাতে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রদলের ওই নেতার নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি সদর উপজেলার নহনা গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

আটক অপরজন হলেন ছাত্রদলের কর্মী একই এলাকার শাহাদত হোসেনের ছেলে মো. আপেল (২২)। এ ঘটনায় ইমন চন্দ্র বর্মন (২২) নামের ওই তরুণের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় ওই দুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, এক মাস আগে ভালোবেসে এক তরুণীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান এক ইমন চন্দ্র বর্মন নামে এক তরুণ। নিখোঁজের চার দিন পরে থানায় অভিযোগ করেছিলেন ওই তরুণীর বাবা।সেই জিডির অনুলিপি নিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ‘উদ্ধার অভিযানে’ নামেন ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক। একপর্যায়ে টাঙ্গাইল থেকে দুজনকে উদ্ধারও করেন। তবে উদ্ধারের পর থানায় না নিয়ে নিজের জিম্মায় রেখে ইমনের বাবার কাছে মামলার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় লোকজন মারধরের করে পুলিশের হাতে তুলে দেন ওই ছাত্রদল নেতা ও তার এক সহযোগীকে।

দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু জানান, দিনাজপুর সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাককে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার কারণেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, “জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে কোতোয়ালি থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ছেলের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটকদের আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন