সাবেক এমপি মিয়াজিকে পুলিশে দিল ছাত্র-জনতা

  18-02-2025 11:26PM

পিএনএস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজিকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুরে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। পরে রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থল যশোর শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।

রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ রয়েছেন শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে। ভেতরে রয়েছেন পুলিশের সদস্যরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন