সুনামগঞ্জে বেইলি সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

  28-02-2025 07:49PM

পিএনএস ডেস্ক: সুনামগঞ্জ-দিরাই সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন সুরমা নদীর ওপরের কাঠইর বেইলি সেতুর পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সুনামগঞ্জের দিরাই-শাল্লা ও জামালগঞ্জ উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সেতু দিয়ে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে সেতুর পশ্চিম অংশের পাঠাতন ভেঙে এই ঘটনা ঘটে। সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটতে থাকায় সেতুর উভয়দিকে শতশত যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মালবাহী একটি ট্রাক অতিরিক্ত মালামাল নিয়ে সুনামগঞ্জ থেকে দিরাই উপজেলায় যাচ্ছিল। ট্রাকটি কাঠইর বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর শেষ প্রান্তে গিয়ে পাটাতন ভেঙে আটকে যায়। এতে সুনামগঞ্জসহ সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দিরাই-শাল্লা ও জামালগঞ্জ উপজেলা। সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর দুই পাশে কয়েক শতাধিক যানচলাচল আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন রোগীসহ হাজার যাত্রী। অনেকেই পায়ে হেটে সেতু অতিক্রম করে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। 

দুর্ভোগে পড়া যাত্রী রুবেল সরকার ও নমিতা নারী দাস বলেন, দিরাই যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হই। কাঠইরে এসে দেখি সেতুতে একটা ট্রাক আটকে আছে। ট্রাকের এক চাকা সেতুর পাটাতন ভেঙে ঢুকে গেছে। পরে পায়ে হেঁটে সেতু পার হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে আসি। ট্রাক সরানোর কোন উদ্যোগ আমরা দেখিনি।  

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, অতিরিক্ত মালামাল পরিবহন করার কারণে ট্রাকের চাপে সেতুর পাটাতন ভেঙে গেছে। দ্রুত পাঠাতন মেরামতের জন্য কাজ চলছে। 

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন