মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপালী গ্রেপ্তার

  15-03-2025 01:53AM

পিএনএস ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে আয়েশা সিদ্দিকা রুপালী নামে এক মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আয়েশা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে তেঁতুলতলার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, আয়েশা আক্তার রুপালীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন