মোহনগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা

  15-03-2025 02:25AM

পিএনএস ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় অবস্থিত রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আহত ব্যবসায়ী জসীম উদ্দীনের (৩৫) স্ত্রী নিশা আক্তারের অভিযোগ, পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার ১০-১২ জন অনুসারী হামলায় অংশ নেন।

নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে এসেছি। জসীম উদ্দীন আজ (শুক্রবার) গ্রামের বাড়িতে জুমার নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যান ইফতার কিনতে।

তিনি অভিযোগ করেন, পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে জসীম উদ্দীনের ওপর হামলা চালান। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

নিশা আক্তার আরও বলেন, জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে। হাত-পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় আমরা মামলা করবো।

এদিকে অভিযুক্ত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি মো. আমিনুল ইসলাম।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন