ঈদ স্পেশাল নবাবি সেমাই

  10-04-2024 11:59PM

পিএনএস ডেস্ক: ঈদ মানেই পোলাও রোস্টের পাশাপাশি সেমাই, পায়েস খাওয়া। ঈদের মেন্যুতে দুধ সেমাই বা লাচ্ছা সেমাইয়ের ঐতিহ্যবাহী পদ তো থাকেই। পাশাপাশি স্বাদে নতুনত্ব নিয়ে আসতে বানিয়ে ফেলতে পারেন ঈদ স্পেশাল নবাবি সেমাই। মজাদার এ খাবারটি ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে আরও কয়েকগুণ।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে রাবড়ি পায়েস তৈরি করতে আপনার লাগবে লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, তরল দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ৫ কাপ, ঘি ১ টেবিল চামচ, কনডেনসড মিল্ক ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ১ চা চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, শুকনো লাল চেরি ১ টেবিল চামচ, মাওয়া ৩ টেবিল চামচ, জাফরান দুটি ছোট পাপড়ি, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে সসপ্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। এবার এতে ২ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ভাজুন আরও ১ মিনিটের মতো।

ভাজা হয়ে গেলে একটি প্লেটে তা উঠিয়ে আলাদা করে এক পাশে রাখুন। এবার সেই সসপ্যানে তরল দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফুটে এলে এতে যোগ করুন ঘি। দুধ ঘন হয়ে গেলে এতে দিয়ে দিন গুঁড়া দুধ। এ পর্যায়ে ২ মিনিট অপেক্ষা করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ঘন ক্ষীর হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার একটি পাত্রে প্রথমে কিছু ভাজা সেমাই দিয়ে একটি স্তর তৈরি করুন। দ্বিতীয় স্তরে দুধের তৈরি ক্ষীর দিন। এর ওপর তৈরি করুন কনডেনসড মিল্কের লেয়ার। তার ওপর ভাজা সেমাইয়ের স্তর দিন আরও একবার। ওপরে কাজুবাদাম, পেস্তাবাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১০-১৫ মিনিট রাখার পর পরিবেশন করুন মজাদার এ সেমাই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন