শীতে ত্বকের পোড়া দাগ দূর করবে তেঁতুল, যেভাবে ব্যবহার করবেন

  16-12-2024 06:25PM

পিএনএস ডেস্ক: শীতের রোদে ট্যান পড়ে না, একথা পুরোপুরি ঠিক নয়। শীতের সকালের রোদ খানিকটা মিষ্টি হলেও বেলা বাড়লে এর তীব্রতা বাড়ে। আর সেই রোদে পোড়ে ত্বক। বিভিন্ন ফেসপ্যাক, ক্রিম ব্যবহার করেও অনেক সময় রোদে পোড়া দাগ দূর করা যায় না।

তবে ঘরোয়া উপকরণে চাইলে এ ট্যান দূর করা সম্ভব। কীভাবে ব্যবহার করবেন, চলুন জেনে নিই।
১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এই প্যাক পুরো মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন।

তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।
২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ চিনি ও ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।

এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলো দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ক্বাথ বের করে নিন।

দুই চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন