ঠোঁটের রঙ বলবে নারীর না বলা মনের কথা!

  12-12-2024 04:58PM

পিএনএস ডেস্ক: আপনার সুন্দর ঠোঁটের আপনজন হচ্ছে লিপস্টিক। যখন যেমন চাই, তেমন রঙে ভরে ফেলা যায় ওষ্ঠখানি। কেউ পোশাকের সঙ্গে এই রঙ মিলিয়ে নেন, আবার কেউ নিজের মর্জির মতো যখন যেমন চাই, তেমন লিপস্টিক পরে নেন।

অনেকেই ভাবেন লিপস্টিক সাজগোজের উপাদান। হ্যাঁ ঠিক তাই, লিপস্টিক রূপের সৌন্দর্য গড়ে তোলে। তাই তো ফ্যাশনিস্তাদের কালেকশনে থাকে লিপস্টিক। কিন্তু ঠোঁটের রঙ বলে দিতে পারে মনের কথা। বদলে দিতে পারে আপনার রূপলাবণ্য। হ্যাঁ লিপস্টিকের মাধ্যমে কোন মানুষের ব্যক্তিত্ব আঁচ করা যায়, সেটি কি আপনি জানেন?

আপনি কি লাল রঙের লিপস্টিক পরতে ভালোবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের দাবি, যারা লাল রঙের লিপস্টিক পরতে পছন্দ করেন, তারা স্বাধীনচেতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এ ছাড়া অন্যদের তুলনায় অনেক বেশি উদ্যম থাকতে দেখা যায় আপনাকে। আর লাল রঙের আভিজাত্যই আলাদা। এই রঙ ঠোঁটে থাকলে নারীর সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়।

আর যদি আপনি কারও কোনো কঠিন কথা একেবারেই মেনে নিতে না পারেন? বকাঝকা শুনলেই আপনার চোখে পানে আসে, তাহলে আপনি গোলাপি রঙের লিপস্টিকই বেশি মন টানে। এই রঙের লিপস্টিকপ্রেমীরা অন্যদের তুলনায় বেশি কোমল ও মিষ্টি স্বভাবের হয়। এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা।

সমাজের উলটো স্রোতে হাঁটতে ভালোবাসা নারীর অভাব নেই। বিশেষজ্ঞদের দাবি, এমন নারীরা নাকি বাদামি রঙের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান। যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও রয়েছে তাদের।

ন্যুড শেডের লিপস্টিক যারা পরতে পছন্দ করেন, তারা অত্যন্ত শান্তিপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, তারা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন।

সচরাচর কালো রঙের লিপস্টিক নারীদের ঠোঁটে দেখা যায় না। তবে যারা একটু অন্য রঙের লিপস্টিক পরেন, তারা যে অত্যন্ত সাহসী তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের দাবি, ব্যতিক্রমী রঙের লিপস্টিক যারা পরতে ভালোবাসেন, তারা নিজেদের লক্ষ্যে অবিচল। সমাজের কোনো বাধাগতে তাদের আটকে রাখা সম্ভব নয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন