২০টি লাউ ১০০ টাকা

  20-10-2014 07:13PM

৩২ কেজি শসা ২৫০ টাকা


পিএনএস (মো: শাহাবুদ্দিন শিকদার) : বগুড়ার মশলা গবেষনা কেন্দ্রের নানা কিসিমের মশলা গাছ এবং তৃণলতা দেখে খুশী মনে ঢাকায় ফিরছিলাম। পথে মহাস্থানগড়ের পাশে কাঁচা তরকারীর বাজার দেখে নেমে পড়লাম। কঁচি কঁচি ২০টি লাউ নিয়ে বসে আছেন জনৈক কৃষক। দাম জিজ্ঞাসা করে একবারেই বিস্মিত হলাম। প্রমান সাইজের ২০টি লাউয়ের দাম মাত্র ১০০ টাকা। ২০টি লাউ কিনে কৃষকের হাতে ১০০ টাকা দিতে লজ্জা ও অনুশোচনা লাগছিল। রাজধানী ঢাকায় যেখানে বিভিন্ন অফিসের লিফ্টম্যানের বখশিস ১০০/২০০ টাকা সেখানে বগুড়ায় ১০০ টাকায় ২০ লাউ কিনতে লজ্জাই লাগছিল।



মনে হচ্ছিল কিভাবে আমরা আমাদের কৃষকদের নির্যাতন ও হয়রানি করছি। ঢাকায় যেখানে ৩২ কেজি শসার দাম কমপক্ষে ১১২০ টাকা সেখানে বগুড়া থেকে সেগুলো কিনলাম মাত্র ২৫০ টাকায়। লাউ কিনে ঢাকায় ফেরার পথে ভাবছিলাম আমাদের সড়ক পথের চাঁদাবাজি বন্ধ করতে পারলেই আমরা রাজধানীবাসীরা যেমন অর্ধেক মূল্যে কাঁচা তরকারী পেতে পারি ঠিক তেমনি কৃষকও পেতে পারে ন্যায্য মূল্য। ক্ষমতাসীন কেউ কি আছেন যিনি এই উদ্যোগ গ্রহন করবেন?

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন