চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে পাসপোর্ট দালালকে অর্থদন্ড

  14-05-2018 10:07PM

পিএনএস, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক দালালকে মোবাইল কোর্টে এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অর্থ দন্ডপ্রাপ্ত পাসপোর্ট দালাল আশিকুর রহমান আশিক (২৫)। আজ সোমবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল আলম এ অভিযান পরিচালনা করেন। দালাল আশিক চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার আসাদুল হকের ছেলে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেশ কিছুদিন ধরে দালালদের উৎপাত বেড়েছে। দালালরা পাসপোর্ট সেবাগ্রহীতাদের কাছ থেকে ফরম পূরণ, দ্রুত পাসপোর্ট ডেলিভারীসহ নানা কৌশলে নগদ টাকা হাতিয়ে নেয়। আজ সোমবার পাসপোর্ট অফিসারের দেয়া তথ্যের ভিত্তিতে আশিক নামের এক দালালকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় নগদ এক হাজার টাকা অর্থদন্ড ও মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুবাইয়াত ফেরদৌস, সদর থানার এসআই সুমন সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন