ডাক্তার মুনিয়া ওটির মানে জানলেও এখনো আইসিইউ মানে জানেন না

  27-03-2024 07:40PM

পিএনএস ডেস্ক : আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি সে কারণেই আমাকে ভুয়া ডাক্তার বলা হচ্ছে। বাচ্চা পাচার করতো একটা চক্র। অনেকমাস ধরে আমি এমনটা দেখে যাচ্ছিলাম, এটা নিয়ে আমি লড়তে গিয়েছিলাম তারাই আমাকে ভুয়া ডাক্তার হিসেবে ধরিয়ে দিয়েছে।এক সাক্ষাৎকারে এমনটাই বলছেন মুনিয়া ইসলাম রোজা।

তিনি দাবি করেন তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। ভুয়া ডাক্তার হিসেবে স্বীকারোক্তি দিলে তবেই ছাড়া হবে। তাই বাধ্য হয়ে স্বীকারোক্তি দেন। শুধু তাই না, টেলিভিশনে তিনি ঘাবড়ে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে দাবি করেন।

তিনি বলেন, আমি আসলে নার্ভাস হয়ে গেছিলাম তাইও ওটি ও আইসিইউয়ের মানে বলতে পারিনি। তার কাছে ওটি মানে জানতে চাওয়া হলে তিনি অপারেশন থিয়েটার বলতে পারলেও আইসিইউ, সিসিইউ কিংবা আরএক্স-এর মানে বলতে পারেননি।

গতকাল নাগরিক টিভির ফেসবুক পেইজ থেকে ভাইরাল ডাক্তার মুনিয়ার একটি সাক্ষাৎকারের অংশ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় তিনি চিকিৎশাস্ত্রে ব্যবহৃত সাধারণ কিছু শব্দের অর্থও বলতে পারছেন না।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন