উত্তরায় মাদক বেচাকেনায় ৪ জনকে কারাদণ্ড

  15-05-2018 12:27AM



পিএনএস ডেস্ক: রাজধানীর উত্তরায় মাদক বেচাকেনার অপরাধে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টরের কাঁচাবাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তদের প্রকাশ্যে গাঁজা ও হিরোইন বেচাকেনা করতে দেখা গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাৎক্ষণিক সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন কাদের (৩০), আল আমিন (৩০), আনোয়ার হোসেন (২৮) ও মামুন দেওয়ান (৪০)।

এর আগে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে মাদক বিক্রেতাদের গ্রেফতারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন