গাজীপুরে ২ মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

  09-10-2018 01:06PM

পিএনএস ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে দুটি মন্দিরে হানা দিয়ে দুর্বৃত্তরা ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে। রবিবার রাতে সোনাব গ্রামের বটতলা কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটেছে।

মন্দিরের পুরোহিত প্রদিপ চন্দ্র জানান, তিনি রাতের কাজ শেষে মণ্ডপটি বাইরে দিয়ে ঢেকে বাড়ি চলে যান। পরে সকালে সংবাদ পেয়ে এসে দেখেন মণ্ডপের ভেতর কয়েকটি প্রতিমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র বর্মন জানান, রবিবার রাতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত মন্দিরের প্রতিমাগুলো ঢেকে বাড়ি চলে যায়। পরে সোমবার সকালে মন্দির ঝাড়ু দেয়ার সময় কল্পনা রানী নামে এক গৃহবধূ মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় মন্দিরের প্রতিমা ভাঙচুরের বিষয়ে মন্দির কমিটিকে থানায় অভিযোগের পরামর্শ দেয়া হয়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন