দুর্নীতিবাজের ৪ খলিফার অনিয়মে তটস্থ বিআইডব্লিউটিএ-

  25-11-2018 03:40PM

পিএনএস (মোঃ শাহাবুদ্দিন শিকদার) : দুর্নীতিবাজের ৪ খলিফার অনিয়মে তটস্থ বিআইডব্লিউটিএ। যন্ত্র প্রকৌশল শাখার এই ৪ খলিফা সব অনিয়মের কাজী। এদের অত্যাচারে ধ্বংস হচ্ছে দেশের গড়ে উঠা ছোট-বড় অনেক শীপ বিল্ডার্স এবং খুচরা যন্ত্রাংশের সরবরাহকারীরা। পক্ষান্তরে দুর্নীতিবাজের এই ৪ খলিফা বিত্ত বৈভবে আকাশ ছুয়েছেন। টাকার গরমে সিনিয়র কর্মকর্তাকে এরা থোরাই কেয়ার করেন। মন্ত্রণালয়ের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাও এদের পকেটে। এ কারণেই এদের দাপট ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এমনকি নারী সহকর্মীদের ইজ্জত সম্মান নিয়েও এরা টানা হেচড়া শুরু করেছে। সম্প্রতি একজন নারী কর্মকর্তার নিকট একজন সরবরাহকারী এই মর্মে অভিযোগ করেন যে, দুর্নীতিবাজের ৪ খলিফা ঐ সরবরাহকারীর নিকট এক কোটি টাকা ঘুষ চেয়েছে। নারী কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে ঊর্ধ্বতন কর্মকর্তা ঐ ৪ প্রকৌশলীকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্নীতিবাজের ৪ খলিফা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জড়িয়ে নানা কিচ্ছা কাহিনী রচনা ও রটনা করেন। এতে ঐ ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী স্বাভাবিকভাবেই চটে যান এবং সংশ্লিষ্ট নারী কর্মকর্তার বিরুদ্ধে অশালীন অভিযোগ আনয়ন করেন যা এখন বিআইডব্লিউটিএ’র সকলের মুখে মুখে।

অভিযোগকারীদের মতে, বিআইডব্লিউটিএ'র যন্ত্র প্রকৌশল বিভাগের খুচরা যন্ত্রাংশ ক্রয়ে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতি। গত ৫ বছরে যে পরিমাণ খুচরা যন্ত্রাংশ ক্রয় করেছে তার স্টক রেজিস্টার এবং ব্যবহার মিলিয়ে দেখলেই সব দুর্নীতির গোমর উন্মোচিত হবে। জানা যাবে, দুর্নীতিবাজদের নিজেদের নামে এবং স্ত্রী ও পুত্রধনদের সম্পত্তির উৎস। এ ব্যাপারে সহসাই তদন্ত করা ফরজ হয়ে দাঁড়িয়েছে।


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন