পুটখালী সীমান্তে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্বার

  29-11-2018 03:35PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোরে সীমান্তে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ২১বিজিবি উপ- অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মদ এর নেতৃত্বে পুটখালী ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন