রাফির গায়ে কেরোসিন ছিটানো সেই গ্লাসটি উদ্ধার

  08-05-2019 10:00PM

পিএনএস ডেস্ক : ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার সময় অগ্নিসংযোগকারীরা একটি গ্লাসে করে নুসরাতের গায়ের কেরোসিন তেল ছিটিয়েছিল। অবশেষে সেই গ্লাসটি মামলার আলামত হিসেবে উদ্ধার করেছেন পিবিআই।

আজ বুধবার সন্ধ্যায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অধ্যক্ষের দপ্তরের সামনের ওয়াল কেবিনেটের ভেতর থেকে গ্লাসটি উদ্ধার করা হয়। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল গ্লাসটি উদ্ধার করেন। এ হত্যার ঘটনায় একদিনের রিমান্ডে থাকা আসামি শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন ও যোবায়েরকে নিয়েই এ অভিযান চালায় পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম গ্লাসটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পরিদর্শক মো. মোনায়েম হোসেন, পরিদর্শক লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন