রপ্তানি লক্ষ্যমাত্রা কমেছে ৬০০ কোটি ডলার

  16-07-2020 10:30PM

পিএনএস ডেস্ক : চলতি ২০২০-২১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় যা ৬০০ কোটি ডলার কম।

বৃহস্পতিবার রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বাণিজ্যজ্যন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪ হাজার কোটি ডলারের মতো।

বাণিজ্যমন্ত্রী জানান, বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ২৮ শতাংশ কম হয়েছে। প্রবৃদ্ধি কমেছে ১৪ দশমিক ৮০ শতাংশ। লক্ষ্যমাত্রা অর্জনের কথা বিবেচনা করেই চলতি অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান টিপু মুনশি।

আরো জানা যায়, মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতে ৪ হাজার ১০০ কোটি ডলার এবং সেবা খাতে ৭০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন