পুঁজিবাজারে সূচকের পতন

  18-08-2020 07:04PM

পিএনএস ডেস্ক : দেশর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে।

মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৬৭টির, কমেছে ২৬৮টির এবং পরিবর্তন হয়নি ২১টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭২০ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ৬৩ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ৮০ দশমিক ৯৩ পয়েন্ট।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, খুলনা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীনফোন, সোনার বাংলা ইন্সুরেন্স, আইএফআইসি ব্যাংক, বারাকা পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- সিএপিএম আইবিবিএল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, বেক্সিমকো, এক্সিম ব্যাংক ১ম ফান্ড, নর্দান ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোফ ফান্ড, নাভানা সিএনজি, রিপাবলিক ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

অন্যদিক দর কমার শীর্ষ কোম্পানি হলো- আরামিট সিমেন্ট, জেনারেশন নেক্সট, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্স, জাহিন টেক্স, মেঘনা পেট, ফারইস্ট ফাইন্যান্স, খান ব্রাদার্স পিপি।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৫৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭৯ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯১ দশমিক ৫৭ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫৭ দশমিক ৩৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯৪ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসআই সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৮০ দশমিক ৬১ পয়েন্টে, ১১ হাজার ৫৮৮ দশমিক ৩২ পয়েন্টে, ৮ হাজার ১৪০ দশমিক ৫২ পয়েন্টে ও ৮৭০ দশমিক ৩৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৮৭টির এবং কোন পরিবর্তন হয়নি ২৭টির কোম্পানির শেয়ার দর।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন