নওগাঁয় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির উদ্দ্যেগে বই বিতরণ

  03-01-2018 09:09PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বি বি সি এফ) কতৃক প্রকাশিত জীববৈচিত্র্য সংরক্ষণ এর বই বিতরণ করেন পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ এর সভাপতি শ্রী: সুমন কুমার।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরে গিয়ে বই বিতরণ করা হয়। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বি বি সি এফ) কতৃক প্রকাশিত জীববৈচিত্র্য সংরক্ষণ এর বইটি বিতরণ উদ্ধোধন করেন পত্নীতলার নিবার্হী অফিসার আব্দুল মালেক। এছাড়া বইটি গ্রহণ করেন পত্নীতলা সমাজসেবা অফিসার সুলতান আহম্মেদ , অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল তারেক জোবায়ের, পত্নীতলা বন বিভাগ কর্মকর্তা রবিউল ইসলাম, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিল পত্নীতলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্য সাংবাদিক রবিউল ইসলাম সবুজ, শ্রী দুলাল চন্দ্র, মো: রাজিব হোসেন সহ আরও অনেকে।

বন্যপ্রাণী রক্ষা করা সংরক্ষণ করা অতীব জরুরী কারণ বন্য প্রাণী আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাহার সুফল মানুষ যুগ যুগ ধরে বহণ করে বলে মন্তব্য করেন তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন