রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

  11-04-2018 09:14PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিশ্বাবিদ্যালয়ের চারুকলা চত্বরের মুক্তমঞ্চে ছয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর আহ্বায়ক ও বিভাগের সভাপতি প্রফেসর এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক এএইচএম তাহমিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক বিলকিস বেগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

প্রদর্শনীতে প্রায় বিভিন্ন মাধ্যমের ২৫০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। পরে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের নয়টি ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্র্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন