‘চত্বরে যারা বহিরাগত চলে যান, না গেলে বিপদে পড়বেন’

  12-07-2018 07:32AM



পিএনএস ডেস্ক: ‘চত্বরে যারা বহিরাগত আছেন চলে যান। বারবার বলছি চলে যান। না গেলে বিপদে পড়বেন।’
বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের অদূরে চত্বরের সামনে মোটরসাইকেল পার্ক করে বসে থাকা কয়েকজন তরুণকে উদ্দেশ্য করে মাইকে এসব ঘোষণা দিচ্ছিলেন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরে ঘুরে একই কথা বারবার মাইকিং করছিলেন তারা। তাদের এ ঘোষণা শুনে অধিকাংশ মোটরসাইকেল চালক ও প্রাইভেটকারের যাত্রীরা স্থান ত্যাগ করে চলে যান।

রাতে সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান না করার ঘোষণা শুরু হয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ক্যাম্পাসে একাধিক গতিরোধক বসানো হয়েছে। পুলিশের টহলও বৃদ্ধি করা হয়েছে।

সন্ধ্যা নামতে না নামতেই বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, ঢাবিতে পড়াশুনা না করলেও অনেকেই ক্যাম্পাসে নিয়মিত বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসেন। নিরাপত্তার নামে এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে।

প্রক্টরিয়াল বডির এক সদ্স্য জানালেন, তারা নিয়মিত এ ধরনের মাইকিং করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন