রুয়েটের নতুন ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম

  30-07-2018 09:54PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৭ম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিাক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম শেখ। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ রফিকুল ইসলাম শেখকে রুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ২৮ রুয়েটের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বেগ। চলতি বছরের ২৮ মে তার মেয়াদ শেষ হয়। এরপর থেকে প্রায় দুই মাস উপাচর্যহীন ছিল রুয়েট।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন