রাবিতে দিনব্যাপী আন্তর্জতিক সম্মেলন অনুষ্ঠিত

  06-09-2018 07:03PM

পিএনএস, রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সমৃদ্ধ জীবন ও টেকসই উন্নয়নে জৈব রসায়নে অনুবাদ গবেষণা' বিষয়ক এক আন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এ সম্মেলনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান।

উচ্চশিক্ষা মানোন্নয় প্রকল্প (হেকেপ)এর সহযোগিতায় প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার শাহা ও চৌধুরি মো.জাকারিয়া এবং বিজ্ঞান অনুষদের চেয়াম্যান অধ্যাপক খলিলুর রহমান খান। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক তোফাজ্জাল হোসেন।

দিনব্যাপী এই সম্মেলনে চারটি সেশনে বিভিন্ন দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন