হুমায়ুন ফরীদির সেরা পাঁচ সংলাপ

  14-02-2018 05:25AM

পিএনএস ডেস্ক:পুরো নাম হুমায়ুন কামরুল ইসলাম ফরীদি (হুমায়ুন ফরীদি)। বাংলাদেশের অভিনয় জগতের সবচে বর্নাঢ্য মানুষ৷ বাংলাদেশের অবিসংবাদিত অভিনেতা তিনি। মঞ্চ, টিভি আর চলচ্চিত্রে এরকম ভার্সেটাইল অভিনেতা একটিও নেই।

কী অসাধারণ ক্ষমতা নিয়ে এসেছিলেন ফরীদি। বিটিভির সাদাকালো যুগের সবচে অসাধারন, সবচেয়ে শক্তিমান এই বর্নিল অভিনেতা। তার বাচনভঙ্গি, সংলাপ বলা সবকিছুই মুগ্ধ করেছে দর্শকদের। তিনিই হয়ত প্রথম খলনায়ক পর্দায় যার উপস্থিতি নায়কের চেয়ে বেশি আকর্ষণীয় ছিলো।

হুমায়ুন ফরীদি বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে যেমন অভিনয় করেছেন, তেমনি বিকল্পধারার চলচ্চিত্রেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, মায়ের অধিকার, আসামি বধূ, একাত্তরের যীশু, প্রাণের চেয়ে প্রিয়, ভালোবাসি তোমাকে, কখনো মেঘ কখনো বৃষ্টি, প্রবেশ নিষেধ, অধিকার চাই, মিথ্যার মৃত্যু, বিদ্রোহী চারদিকে, মনে পড়ে তোমাকে, মাতৃত্ব, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, দূরত্ব, চেহারা, আহা!, কি যাদু করিলা, মেহেরজান প্রভৃতি।

পাঠকের জন্য রইলো চলচ্চিত্রে হুমায়ূন ফরীদির পাঁচ সেরা সংলাপ:

১. আমারে যারা আইজ চিনো নাই কাইল চিনবা, কাইল না চিনলে পরশু চিনবা চিনতেই হইব নাম আমার রমজান আলী
- সংশপ্তক

২. আই আই ও - অপহরণ

৩. টু দ্য পয়েন্টে - ঘাতক

৪. পানি খাইতে টাইম দিমু না - বাংলার কমান্ডো

৫. বিষে বিষক্ষয় - স্ত্রী হত্যা

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন