১৬ চলচ্চিত্রকে সরকারি অনুদান

  29-06-2020 08:08PM

পিএনএস ডেস্ক : প্রতি বছরের ন্যায় এ বছরও চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান দেয়া হয়েছে। চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দিতে প্রতি বছর অনুদান দিয়ে থাকে সরকার। এ বছর ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, ২০১৯-২০ বছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রের তালিকায় রয়েছে: সাধারণ শাখায় প্রদীপ ঘোষের ‘ভালোবাসা প্রীতিলতা’, ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’, ফজলুল কবীর তুহিনের ‘গাঙকুমারী’, মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, অনুপম কুমার বড়ুয়ার (পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস) ‘ছায়াবৃক্ষ’, রওশন আরা রোজিনার ‘ফিরে দেখা’, বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ'।

এছাড়াও রয়েছে, ইফতেখার শুভর ‘লেখক’ ও মনজুরুল ইসলামের ‘বিলডাকিনী’।

মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় রয়েছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, পংকজ পালিতের ‘একটি না বলা গল্প’ ও এসএ হক অলিকের ‘যোদ্ধা’।শিশুতোষ শাখায় রয়েছে আওয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’ ও নূরে আলম ‘রাসেলের জন্য অপেক্ষা’।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন