অতি সহজেই বিছানার ছারপোকা দূর করুণ!

  21-07-2018 05:47PM

পিএনএস ডেস্ক :ঘরে ছারপোকা থাকার কারণে অনেক সময় আমাদের ভোগান্তিতে পড়তে হয়। ঘরে পোকামাকড় থাকার ফলে ঠিকমত কাপড়-চোপড় থেকে শুরু করে কিছুই ভাল মত থাকে না। আর ছারপোকা থাকলে তো বিছানায় ঘুমানোই দায় হয়ে যায়।

তাই এই ছারপোকা দূর করতে আমরা উঠে পড়ে লাগি। বিভিন্ন ঔষধ ব্যবহার করেও ছারপোকা দূর করা যায় না। তাই ঘরোয়াভাবে চেষ্টা করে দেখুন। সমস্যার সমাধান হবেই।

♣ন্যাপথলিন
ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। দেখবেন ঘরে ছারপোকা হবে না।

♣কেরোসিনের প্রলেপ
ছারপোকা তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।

♣ঘর পরিষ্কার করুন
সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।

♣স্প্রে করুন
ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

♣আসবাবপত্র ও লেপ-তোশক
আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।

♣অ্যালকোহল
আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখবেন ছারপোকা মরে যাবে।

♣বিছানা দেয়াল থেকে দূরে
ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।ঘরে ছারপোকা থাকার কারণে অনেক সময় আমাদের ভোগান্তিতে পড়তে হয়। ঘরে পোকামাকড় থাকার ফলে ঠিকমত কাপড়-চোপড় থেকে শুরু করে কিছুই ভাল মত থাকে না। আর ছারপোকা থাকলে তো বিছানায় ঘুমানোই দায় হয়ে যায়।

তাই এই ছারপোকা দূর করতে আমরা উঠে পড়ে লাগি। বিভিন্ন ঔষধ ব্যবহার করেও ছারপোকা দূর করা যায় না। তাই ঘরোয়াভাবে চেষ্টা করে দেখুন। সমস্যার সমাধান হবেই।

♣ন্যাপথলিন
ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। দেখবেন ঘরে ছারপোকা হবে না।

♣কেরোসিনের প্রলেপ
ছারপোকা তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।

♣ঘর পরিষ্কার করুন
সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।

♣স্প্রে করুন
ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

♣আসবাবপত্র ও লেপ-তোশক
আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।

♣অ্যালকোহল
আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখবেন ছারপোকা মরে যাবে।

♣বিছানা দেয়াল থেকে দূরে
ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন