ভারতে সংসার চালাতে কুলি গৃহবধূ সন্ধ্যা

  23-01-2018 11:58AM


পিএনএস ডেস্ক: স্বামী মারা গেছেন। অভাবে সংসারে তিন ছেলে মেয়ে নিয়ে বিপাকে পড়েন গৃহবধূ সন্ধ্যা। তাই সংসারের হাল ধরতে কুলিগিরি শুরু করেন তিনি।

মেয়েরা এখন কোনো জীবিকাতেই পিছিয়ে নেই। তাহলে কুলির পেশাটা কেন শুধু পুরুষদের হস্তগত থাকবে।

৩০ বছরের সন্ধ্যা মারাওয়ি, ভেঙে দিয়েছেন সেই বাধা। ভারতের মধ্যপ্রদেশের কুন্দমের বাসিন্দা সন্ধ্যা দেশের প্রথম নারী কুলি। স্বামীর অকালমৃত্যুর পর ৩ সন্তান নিয়ে বিপদে পড়েছিলেন এই যুবতী বধূ।

তাই সমাজের রক্তচক্ষুকে পরোয়া না করে সন্তানদের মানুষ করতে কুলির পেশাকেই বেছে নিয়েছেন সন্ধ্যা।

গত বছর জানুয়ারি মাসে রেলের কুলির কাজে যোগ দেন সন্ধ্যা। সকালে সংসার সামলে প্রতিদিন বিকেলে জবলপুরের কাটনি জংশনে জীবিকার্জনে যান সন্ধ্যা। তার ৪০ পুরুষ সহকর্মী সবসময় তার পাশে থাকেন বলে জানিয়েছেন দেশের প্রথম নারী কুলি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন