‘ইরানের নির্দেশনা অনুযায়ী পারস্য উপসাগরে চলে মার্কিন জাহাজ’

  13-02-2018 09:10PM

পিএনএস ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে আমেরিকা ও তার ছয়টি মিত্র দেশের জাহাজ চলাচলের জন্য জলপথ নির্ধারণ করে দেয়া হয়েছে। ইরানের নির্ধারণ করে দেয়া পথ ধরেই ওই সব দেশের জাহাজ চলাচল করছে।

আজ (মঙ্গলবার) তেহরানে নৌবাহিনীর এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফাদাভি আরও বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব অনুযায়ী পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ওই সব দেশের জাহাজ চলাচলের জন্য পথ নির্ধারণ করে দিয়েছে। তারা সেটা মেনেই চলাচল করছে। এসব দেশ এখন পর্যন্ত নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করে নি বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ওমান সাগর ও পারস্য উপসাগরের প্রাকৃতিক পরিবেশ ইরানের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে কোনো বিদেশি জাহাজকে সেখানে বর্জ্য ফেলতে দেয়া হয় না।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন