পদত্যাগ করলেন জ্যাকব জুমা

  15-02-2018 08:25AM


পিএনএস ডেস্ক: ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে অবশেষে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন।

টেলিভিশনে দেয়া দীর্ঘ ভাষণের শেষদিকে এসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেও, তার দাবি তিনি ভুল কিছু করেন নি। এর আগে তিনি আরও বলেছিলেন যে, পদত্যাগ করার কোনও কারণ আছে বলে তিনি মনে করেন না। তার দল এএনসি তার সাথে যে আচরণ করেছে এবং যেভাবে পদত্যাগের জন্যে সময়সীমা বেঁধে দিয়েছে সেটিকে অন্যায় বলেও তিনি বর্ণনা করেন।

৭৫ বছর-বয়সী মি: জুমার ওপর ক্রমাগত চাপ বাড়ছিল এএনসির নতুন নেতা সিরিল রামাফোসার কাছে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়ানোর জন্য। এমন প্রেক্ষাপটে মি: জুমার দল ক্ষমতাসীন এএনসি জানিয়ে দিয়েছিল, মি. জুমা বুধবারের মধ্যেই পদ থেকে সরে না দাঁড়ালে তার বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে।

২০০৯ সাল থেকে রাষ্ট্র-ক্ষমতায় ছিলেন মি: জুমা। তবে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যদিও তিনি তার সাধ্যমত দেশের মানুষের জন্য কাজ করেছেন বলেও মি জুমা তার ভাষণে উল্লেখ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন