হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি নিহত

  26-04-2024 06:34PM

পিএনএস ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আইডিএফ বলেছে, লেবানন সীমান্তের মাউন্ট ডোভ এলাকায় হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ এক ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিহত ওই ব্যক্তির নাম শরিফ সুয়াদ বলে জানিয়েছে। তিনি কারমিলের সাল্লামার বাসিন্দা ছিলেন।

আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় সুয়াদ মাউন্ট ডোভ এলাকায় সামরিক বাহিনীর ‘অবকাঠামো নির্মাণ’ কাজে জড়িত ছিলেন।

হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে মাউন্ট ডোভ এলাকায় আইডিএফের দুটি গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

লেবাননের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হামলার পর পাহাড়ে একটি বিস্ফোরণ ঘটেছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন