গর্ভপাতের সমর্থনে বিপুল ভোট আয়ারল্যান্ডে!

  27-05-2018 08:45AM


পিএনএস ডেস্ক: আয়ারল্যান্ডে গর্ভপাতের সমর্থনে বিপুল গণভোট হয়েছে। এই রায়ের ফলে নতুন করে ইতিহাসের মুখোমুখি হলো আয়ারল্যান্ড। গর্ভপাত আইন শিথিল করার পক্ষে ভোট পড়েছে ৬৬ শতাংশের বেশি।

শনিবার রায় বের হওয়ার পর দেখা গেলো, গর্ভপাত আইনকে আমূল পরিবর্তনের পক্ষে বিপুল ভোট পড়েছে।

সম্প্রতি দেশটিতে গর্ভপাত আইনের কিছু পরিবর্তন হয়েছিল। তাতে বলা হয়, গর্ভবতী কোনও মহিলার জীবনহানির সম্ভাবনা থাকলেই গর্ভপাত করাতে পারবেন। আইনটি আরও শিথিল করার দাবি জোরালো হতে থাকে।

দাবি জোরালো হওয়ার পর আয়ারল্যান্ড সরকার গণভোটের সিদ্ধান্ত নেয়৷

রায় বের হওয়ার পরই আইরিশদের উচ্ছ্বাস শুরু হয়েছে। রাজধানী শহর ডাবলিনের রাস্তায় রাস্তায় নেমে এসেছেন মহিলারা। তাদের বক্তব্য, গর্ভপাত করা কত জরুরি তা বুঝে গিয়েছে সরকার।

আয়ারল্যান্ড সংবিধানে ভ্রূণের অধিকার ও মায়ের অধিকারকে সমান মর্যাদা দান করে। এর ফলে মায়ের জীবনের ‘ঝুঁকি’ থাকলেও তার গর্ভপাত নিষিদ্ধ। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই হয়েছে গণভোট। এতে রায় গিয়েছে আইনটি শিথিল করার পক্ষেই। সূত্র: ডয়েছে ভেলে, দি গার্ডিয়ান

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন