ভারতের বন্যায় ৭৭৪ জনের প্রাণহানি

  13-08-2018 04:46PM

পিএনএস ডেস্ক : ভারতের সাত রাজ্যে বর্ষা মৌসুমের বন্যায় কমপক্ষে ৭৭৪ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া ওই রাজ্যগুলোর রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় বন্যাজনিত নানা রোগের প্রাদুর্ভাবও হয়েছে। আজ দেশটির ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সেন্টারের (এনইআরসি) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, চলতি বর্ষা মৌসুমের বৃষ্টি ও বন্যায় দেশটির কেরালা রাজ্যে ১৮৭ জন, উত্তর প্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন, নাগাল্যান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যগুলোতে মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যায় আহত হয়েছেন ২৪৫ জন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন