ইমরান খানকে সৌদি যুবরাজের ফোন

  15-08-2018 02:42PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় ইমরানকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার ইমরান খানকে ফোন দেন সৌদি যুবরাজ। এ সময় তিনি বলেন, আমার আত্মবিশ্বাস, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সামনের দিকে এগিয়ে যাবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আশা করছি বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নতি ঘটবে।

গত ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে।

এদিকে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানের তারিখ তৃতীয়বারের মতো পিছিয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) তেহরিকে ইনসাফের পরিষদ সদস্য ফয়সল জাভেদ এক টুইট বার্তায় জানান, আগামী ১৮ আগস্ট ইমরান খানের শপথ অনুষ্ঠিত হবে।

পূর্বে জানানো হয়েছিল ১১ আগস্ট ইমরান খান শপথ নেবেন। পরে তারিখ পিছিয়ে ১৪ আগস্ট শপথের দিন ঘোষণা করা হয়। ফয়সল জানান, এর আগে ১৩ আগস্ট শপথ নেবেন সদ্য নির্বাচিত সংসদ সদস্যরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন