ফিলিপাইনে ভূমিধসে নিহত ২

  20-09-2018 01:16PM

পিএনএস ডেস্ক :সুপার টাইনফুন খ্যাত মাংকুত- এর ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনে এবার ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের তিনান গ্রামের সেবু দ্বীপে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ১০ থেকে ১৫টি বাড়ি মাটিচাপা পড়ে।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা নেইল বালাবা বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিধসে দুজন নিহত হয়েছেন। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিধসে অন্তত ১০ থেকে ১৫টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ভূমিধসে নিহত ব্যক্তিদের অধিকাংশই পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়েছিলেন। কর্তৃপক্ষের আশঙ্কা, এখনও অনেকে মাটির নিচে আটকা পড়ে আছেন।

এর আগে গত শুক্রবার রাতে শক্তিশালী টাইফুন ম্যাংখুতের আঘাতে লন্ডভন্ড হয় ফিলিপাইনের উত্তর-পূর্বের প্রধান দ্বীপাঞ্চল। ঝড়টি ফিলিপাইনের প্রধান দ্বীপ ল্যজনের বাগাওতে আঘাত হানে। ২০ ঘণ্টা ধরে চলা ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ২০ জন নিহত হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন