ভারতের মুখ্যমন্ত্রীকে জুতা নিক্ষেপ

  11-10-2018 05:41PM

পিএনএস ডেস্ক : সংরক্ষণের জন্য চাকরি না পাওয়ায় ভারতের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জুতো ছুড়ে মেরেছেন এক যুবক। তাৎক্ষনিক চন্দন কুমার নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিহারের পাটনার বাপু সভাগারে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ এর তথ্য মতে, তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের জন্য কুমার উপযুক্ত চাকরি না পাওয়ায় এই কাজ করেছেন।

নীতীশ কুমারকে জুতো ছুড়ে মারার ঘটনায় ক্ষেপে ওঠেন দলের কর্মীরা। তারা কুমারকে মারধর করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

প্রসঙ্গত, তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ আইন শিথিল করা নিয়ে প্রথমে নিম্নবর্গের বিক্ষোভের মুখে পড়তে হয় ভারতের কেন্দ্রীয় সরকারকে। পাল্টা সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়। যা নিয়ে উচ্চবর্গের ক্ষোভের মুখে পড়ে মোদী সরকার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন