‘মেসি হওয়া’ অসম্ভব মনে করছেন জামাল মুসিয়ালা

  26-04-2024 05:56PM

পিএনএস ডেস্ক : নানা অর্জন দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। কতজনেরই না তার মতো হতে চাওয়ার বাসনা! চাইলেই কি আর মেসি হওয়া যায়? সে জন্যই বোধহয় নিজেকে মেসির তুলনা করতে নারাজ বায়ার্ন মিউনিখের জার্মান ফুটবলার জামাল মুসিয়ালা। আর্জেন্টাইন জাদুকরের মতো হওয়ার বাসনাকে অসম্ভব বলেই মনে করছেন তিনি।

মেসি ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছেন। বাকি ছিল জাতীয় দলের হয়ে শিরোপা। ২০২১ কোপা আমেরিকা দিয়ে সেই ঘাটতি পূরণ হয় তার। ২০২২ সালে তো জিতলেন চির আরাধ্য বিশ্বকাপও। এ পথে কত চমকই না দেখিয়েছেন তিনি। জামাল মুসিয়ালা কি তার মতো হতে চান?

মার্কার সঙ্গে সাক্ষাৎকারে জার্মান ইন্টারনেশাল বলেন, ‘আমি জানি না। মনে হয় না আমি নিজেকে মেসির সঙ্গে তুলনা করতে পারব। সেটা অসম্ভবও। মেসি বা অন্য কারো সঙ্গে নিজের তুলনা করা বৃথাই।’

ধাপে ধাপে উন্নতি করতে চান মুসিয়ালা। তিনি বলেন, ‘আমি বছর বছর উন্নতি করতে চাই। চেষ্টা করব আরও ভালো করতে, দলকে শিরোপা জেতাতে। তাহলেই সফলতা আসতে পারে।’

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন