অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

  22-10-2018 01:43PM

পিএনএস ডেস্ক :শিশুরাই জাতির ভবিষ্যৎ। বিশ্বের প্রতিটি দেশই শিশুদের অধিকার সুরক্ষায় সচেতন। এরই মাঝে অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নিগ্রহের প্রমান পাওয়া যায়। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

সোমবার (২২ অক্টোবর) রাজধানী কেনাবেরায় দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, আজ আমরা চূড়ান্তভাবে স্বীকার করলাম এবং আমাদের শিশুদের হারানো কান্নার মুখোমুখি হলাম।

তিনি আরও বলেন, আমরা অবশ্যই সেসব নির্যাতিত শিশুর কাছে নত হয়ে ক্ষমা চাচ্ছি। এদিন প্রধানমন্ত্রীর আবেগময় ভাষণ শুনতে শত শত মানুষ জড়ো হন।

এ সময় মরিসন ভিকটিমদের যৌন নিগ্রহের কথা স্বীকার করে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কথাও উল্লেখ করেন।

পাশাপাশি বিরোধীদলীয় নেতা বিল শর্টেন পার্লামেন্টে বলেন, অতীতের ভুলগুলো এখন আর শোধরানোর সুযোগ না থাকলেও এ ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করতে পারি।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিগত চার বছরের তদন্তে পাওয়া রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিগ্রহের শিকার প্রায় ১০ হাজার শিশুর কাছে এ ক্ষমা চাওয়া হয়।

উল্লেখ্য, অনুসন্ধান থেকে জানা যায়, গত ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গির্জা, স্কুল ও স্পোর্টস ক্লাবে প্রায় আট হাজারের বেশি শিশুর যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন