‘কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু’

  11-02-2019 03:56PM

পিএনএস ডেস্ক : মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা শুরু হবে।

গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার পর এই প্রথম জেনারেল ভোটেল এ ইস্যুতে মন্তব্য করলেন। তিনি আজ (সোমবার) বলেন, “আমরা যেখানে যেতে চাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আমরা সে পথেই আছি।”

সাংবাদিকরা তার কাছে জানতে চান সিরিয়া থেকে সেনা প্রত্যাহার কবে শুরু হবে। জবাবে জেনারেল ভোটেল বলেন, “সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে। তবে সরেজমিন পরিস্থিতির ওপরই সবকিছু নির্ভর করবে।”

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে ২০১৪ সাল থেকে আমেরিকা সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষতি দেখা যায় নি। বরং সরকারি বাহিনীর হামলার মুখে দায়েশ কমান্ডারদেরকে মার্কিন সেনারা নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছে বলে বহুবার খবর বের হয়েছে। পাশাপাশি দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই মার্কিন প্রশাসন অন্তত ২,০০০ সেনা মোতায়েন করেছে রেখেছে সিরিয়ায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন