ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আল-আকসা মসজিদে ইহুদিরা!

  26-04-2019 12:29AM

পিএনএস ডেস্ক : ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পাসোভার। সপ্তাহব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে ইহুদিরা আল-আকসা মসজিদে ঢুকে পরে।

বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) ফিলিস্তিনের কর্মকর্তারা জানান, ইহুদিদের পাসোভার অনুষ্ঠান পালন করতে শতাধিক ইহুদি আল আকসা মসজিদে প্রবেশ করে।

জেরুজালেমের ধর্মীয় বৃত্তি কর্তৃপক্ষের মুখপাত্র ফাইরাস আল দিবস আনাদলুকে বলেন, ৩২০ জনের বেশি অবৈধ বসতি ইহুদিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আল-আকসা মসজিদের কমপাউন্ডে ঢোকে।

আল দিবসের তথ্যানুসারে, ইসরাইলি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রক ও আল-কিবালি মসজিদের গম্বুজের কাছাকাছি ধর্মীয় অনুষ্ঠান পালন করেছিল অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা।

গত বছরে পাসোভার পালন করার সময় আল-আকসা মসজিদে প্রায় দেড় হাজার অবৈধ বসবাসকারী ইহুদি আল-আকসা মসজিদে ঢুকে পরে।

মুসলিমদের জন্য আল-আকসা তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিরা দাবি করছে এখানে প্রাচীন যুগে দুটি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল পশ্চিম জেরুজালেম দখল করে। সেই সঙ্গে আল-আকসা মসজিদ এলাকাও। তবুও আল-আকসায় ইহুদিদের প্রবেশ অধিকার নেই। আল-আকসার সীমানায় কোনও ইহুদিকে প্রবেশ করতে দেয়না ফিলিস্তিনিরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন