পরমাণু চুক্তির শর্ত ভাঙবে ইরান

  16-06-2019 06:10PM

পিএনএস ডেস্ক : পরমাণু চুক্তির প্রতিশ্রুতির কিছু শর্ত ভাঙবে ইরান। তেহরান বলছে, ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তির অধীনে প্রতিশ্রুতি হ্রাস করতে অতিরিক্ত ব্যবস্থার কথা ঘোষণা করা হবে, যা ওয়াশিংটন গত বছর থেকে প্রত্যাহার করেছিল।

রোববার দেশটির তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানায়।

সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আগামীকাল আরাক ভারী পানির চুল্লিকে প্রস্তুতিমূলক অবস্থায় রাখার পদক্ষেপ নেয়ার ঘোষণা করবে।

ছয় দেশের সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে গত বছর বের হয়ে যায় ওয়াশিংটন। এরপর ওয়াশিংটন ইরানের তেল ও অর্থনৈতিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এরপরই ইরানের হুমকির অভিযোগ এনে পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এনিয়ে অঞ্চলটিতে ইরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি পায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন