‘কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন চীন’

  14-08-2019 02:36AM

পিএনএস ডেস্ক: অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে চীন খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় ওয়াং ই বলেন, চীনারা যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে, যাতে আঞ্চলিক পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই বর্তমানে তিন দিনের চীন সফরে রয়েছেন জয়শঙ্কর।

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার পর এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে বলেও জানান ওয়াং। তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে ভারত-পাকিস্তান এই বিরোধের মীমাংসা করবে, এটাই আশা করছি। তাছাড়া ভারতের সাম্প্রতিক পদক্ষেপে চীনের সার্বভৌম অধিকার ও স্বার্থও চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য করা চুক্তির সঙ্গে যা যায় না।

চীন মারাত্মকভাবে উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, ভারতীয় পদক্ষেপে সংশ্লিষ্ট ভূখণ্ডে সার্বভৌম অধিকার চর্চার ক্ষেত্রে চীনের কোনো পরিবর্তন আসবে না। পারস্পরিক আস্থা ও শান্তি এগিয়ে নিতে ভারত পদক্ষেপ নেবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন