ইয়েমেনে ফের সৌদি আগ্রাসন শুরু

  20-09-2019 09:41AM


পিএনএস ডেস্ক: ইয়েমেনে আবারও সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাহের উত্তরে শুক্রবার এই সামরিক অভিযান শুরু করে এই জোট। খবর রয়টার্সের।

গত ১৪ সেপ্টেম্বর শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।

ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুতিরা এই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এর পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে ওই হামলার জবাব দেওয়ার সক্ষমতা রিয়াদের আছে বলে সে সময় হুঁশিয়ারি দেয় দেশটি। এর পরিপ্রেক্ষিতে ওই সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন