হামলা চালাতে গিয়ে পাকিস্তানের হাতে ভারতের ‘জেমস বন্ড’ আটক

  19-11-2019 08:22AM


পিএনএস ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ২ ভারতীয়কে আটক করা হয়েছে। গতকাল দেশটির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পাকিস্তানের পুলিশের ধারণা, ‘জেমস বন্ড’ স্টাইলে কোনো সন্ত্রাসী হামলা পরিচালনার উদ্দেশ্যেই ভারত তাদের পাকিস্তানে পাঠিয়েছে। খবর স্পুতনিক নিউজ এর।

রাশিয়ার রাষ্ট্রীয় ঐ সংবাদমাধ্যম আরও জানায়, ভারতের ওই দুই নাগরিক অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেন। তারা হলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রশান্ত ও তেলেঙ্গানা রাজ্যের দারিলাল। এদের মধ্যে একজন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। এদিকে, আটক ঐ দুই ব্যক্তিকে নিয়ে পাকিস্তান যে সব তথ্য দিয়েছে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসে তোরখাম সীমান্তঅঞ্চল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ওমর দাউদ নামে আরেক ভারতীয় গুপ্তচরকে আটক করে। এ ঘটনার একদিন আগে রবিবারই (১৭ সেপ্টেম্বর) ‘সন্ত্রাস রফতানির’ অভিযোগ তুলে নয়াদিল্লি ও ইসলামাবাদ একে ওপরকে গালমন্দ করে। এছাড়া কাশ্মীর ইস্যুতে দু’দেশের মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন