চীনা পর্যটকদের নিরাপত্তা জন্য অস্ট্রেলিয়া ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে চীন

  06-06-2020 11:23AM




পিএনএস ডেস্ক: করোনাভাইরাস মহামারির উৎস সম্পর্কে জানতে আন্তর্জাতিক তদন্তে অস্ট্রেলিয়ার সমর্থন দিয়েছিল। তারপর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয় চীনের। এবার করোনাভাইরাস মহামারির কারণে অস্ট্রেলিয়ায় বর্ণবৈষম্যমূলক আচরণ ও সহিংসতার শিকার হচ্ছে এশিয়ানরা- এমন আশঙ্কা থেকে নিজ দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণে বারণ করলো চীন।

শুক্রবার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা জানায়, কোভিড-১৯ মহামারির প্রভাবে অস্ট্রেলিয়ায় চীনা ও এশিয়ানদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণ ও সহিংসতা বেড়ে চলেছে।

মন্ত্রণালয় চীনা পর্যটকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়ে বলেছে, ‘চীনা পর্যটকদের নিরাপত্তা সতর্কতা বাড়াতে এবং অস্ট্রেলিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে মন্ত্রণালয়।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন